বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন, পরিবারের দায়িত্ব নিল সরকার

আপডেটঃ ১১:২২ পূর্বাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।এর আগে, রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

রোববার দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনের সামনে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে হাঁটতে গিয়ে তার ওপর মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, দুপুর ১২টার কিছু পর ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। কারিগরি ত্রুটি পরীক্ষা শেষে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চলাচল পুনরায় শুরু হয়। সোমবার সকাল ১১টা থেকে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদসহ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, ঘটনাটি নাশকতা না নির্মাণ ত্রুটির কারণে ঘটেছে তা খতিয়ে দেখতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, নিহতের দাফন এবং পরিবারের দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নিয়েছে।তিনি আরও জানান, আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের কোনো সদস্য কর্মক্ষম হলে তাকে যোগ্যতার ভিত্তিতে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।

সরকারি এই ঘোষণা নিহতের পরিবারে কিছুটা স্বস্তি আনলেও স্থানীয়রা বলছেন, নিরাপত্তা ব্যবস্থায় এমন ত্রুটি উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

IPCS News : Dhaka :