মঙ্গলবার ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে নবম শ্রেণির এক ইস্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন ফসলি জমি হতে ছাত্রের লাশটি উদ্ধার করে মদন থানা পুলিশ।নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে।
রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি।পরে আজ (সোমবার) সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কি মি দূরে ফসলি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধীর পৈতৃক বসতভিটা ও আবাদি জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।অভিযুক্ত শ্রী নৌতন চন্দ্র দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।এদিকে ভুক্তভোগী পরিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড, পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ সকালে দেউল চাকলাপাড়া গ্রামের মৃত তারনী কান্ত দাসের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে শুভ চন্দ্র দাসকে (২৩) প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী নতুন চন্দ্র সরকার ও তার সহযোগীরা।অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী শুভকে ফুসলিয়ে এবং মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলায় মেসার্স সোনালী ট্রেডার্স নামক এক সার ডিলারের মৃত্যুর পরও তার নাম ব্যবহার করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস সার উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে।কৃষি বিভাগকে ম্যানেজ করে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এই বিশাল অঙ্কের সার উত্তোলন করা হয়েছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকরা।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মেসার্স সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসি সার ডিলার মোঃ ফারুক মিয়া গত ৭ অক্টোবর, ২০২৫ তারিখে সৌদি আরবে থাকাকালীন মৃত্যুবরণ করেন।নিয়ম অনুযায়ী ডিলারের মৃত্যুতে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত হওয়ার কথা থাকলেও, রহস্যজনকভাবে তার নামে সার বরাদ্দ অব্যাহত থাকে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারুক মিয়ার দুই ছেলে মোঃ জুবায়ের খান ও ডা. মোঃ তৌহিদ...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।একই সময় আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জন আটক হন।গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদক মামলার আসামি এবং বাকি চারজন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তার হওয়া...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণাসহ দেশের ৫৬ জেলায় ১১৩ টি সরকারি মৎস্য খামারের উন্নয়ন করা হচ্ছে।৫৬ জেলায় ১১৩ টি খামার উন্নয়ন করা হচ্ছে।সোলার প্যানেল স্থাপন,জীন ব্যাংক স্থাপন,নতুন ৬টি খামার স্থাপনসহ মেরামত সংস্কার করা হচ্ছে।মাছ উৎপাদনে সর্বশেষ আধুনিক আইটি বেইজ মাছ চাষ, অটোফিডারে মাছের খাদ্য দেয়া, পানিতে অটো অক্সিজেন সরবরাহ, নতুন হ্যাচারিস্থাপনসহ নানা উদ্যোগের কথা জানানো হয়।এছাড়াও চাষের পুকুরে কোথাও কোন সমস্যা দেখা দিলে মোবাইলেই দেখা যাবে কেমন সফটওয়্যার থাকবে।
নেত্রকোণায় সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতাসহ মাছের উৎপাদন বাড়াতে কর্মশালায় এই তথ্য জানানো হয়।শনিবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর দিনব্যাপী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এই জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার...
ডিসেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসী তৎপরতা দমন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে...
ডিসেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
ভারতে বড়দিনকে ঘিরে বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর হামলা, হয়রানি ও উদ্যাপন ব্যাহত করার অভিযোগে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। খ্রিস্টধর্মীয় সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলো পরিকল্পিতভাবে বড়দিনের অনুষ্ঠান, চার্চের ধর্মীয় আয়োজন এবং ক্রিস্টমাস ক্যারল গাওয়ার মতো শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বড়দিনের মৌসুমে সুনির্দিষ্টভাবে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা বাড়ার অভিযোগ তুলে ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স জানিয়েছে, দেশজুড়ে একাধিক রাজ্যে ক্যারল গায়ক-গায়িকা, চার্চের ধর্মীয় সমাবেশ ও উৎসব উদ্যাপনকারীদের হেনস্তা করা হয়েছে। সংগঠনটি বলেছে, এসব ঘটনার কোনো যুক্তি বা ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং তারা শর্তহীনভাবে...
ডিসেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ খান। বিষয়টি নিশ্চিত করে এ নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার রাতে যুগান্তরের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন এবং বিএনপির সদস্য পদ গ্রহণ করে দলটির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং চলমান রাজনৈতিক বাস্তবতা ও বৃহত্তর আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল সময়ে বিএনপির নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক...
ডিসেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দেশজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে, নিম্ন তাপমাত্রা ও কুয়াশায় জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, যেখানে পারদ নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে শীতের তীব্রতার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলায় এই শৈত্যপ্রবাহের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শনিবার পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় ভোর ও সকালের দিকে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকছে এবং সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ...
ডিসেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে শনিবার সকালে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। কর্মসূচিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য তৎপরতা লক্ষ্য করা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই কবর জিয়ারত কর্মসূচিকে দলটির পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা...