শুক্রবার ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে ভারত আশ্রয় দিয়েছে—হাসনাত আবদুল্লাহ

আপডেটঃ ১১:২২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের সন্ত্রাসীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরাসরি এসব কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব বক্তব্য দেন তিনি। সেখানে তিনি আরও বলেন, যারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দায় দেশের জনগণের নেই। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা উচিত ছিল।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এই সম্পর্ক অবশ্যই ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা গ্রহণযোগ্য নয় এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। পাশাপাশি তিনি বলেন, টেলিভিশন ও সিনেমার মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রভাব দেশে ঢুকেছে, যা থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরশীল হতে হবে, আর সেই লড়াইয়ের দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকেই।

IPCS News : Dhaka :