১.১০ কোটি টাকায় নিলামে সর্বোচ্চ নাঈম, উদযাপনের মুহূর্ত ছিল আবেগঘন
আপডেটঃ ১১:১৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিপিএলের নিলামে সবচেয়ে বড় চমক হয়ে উঠলেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়ে তিনি এবার নিলামের সর্বোচ্চ মূল্য পাওয়া খেলোয়াড় হিসেবে নজর কেড়েছেন। নিলামের আগে তিনটি দলের আগ্রহের কথা শুনলেও এত বড় অঙ্ক তিনি ভাবেননি। সাক্ষাৎকারে জানিয়েছেন, বেস প্রাইসে গেলেও তার আপত্তি ছিল না, তবে নতুন নিলাম ব্যবস্থায় অংশ নিতে গিয়ে খানিকটা নার্ভাস লাগছিল।
নিলামের সময় তিনি জানান, মাঠ থেকে বাসে ফেরার পথে তার নাম ঘোষণার মুহূর্তটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তখন পুরো দল ফোনে নিলাম দেখছিল এবং তার নাম আসার সঙ্গে সঙ্গে সবাই হঠাৎ চিৎকার দিয়ে উদযাপন শুরু করে। এই মুহূর্তকে নাঈম জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা হিসেবে মনে করেন। তিনি বলেন, আগে সবসময় ড্রাফট পদ্ধতি থাকলেও সরাসরি নিলামে অংশ নেওয়ার অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন ছিল। পুরো প্রক্রিয়ায় নতুনত্ব এবং প্রতিযোগিতার উত্তেজনা মিলে অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হয়ে ওঠে।
বড় অর্থমূল্য পাওয়া মানেই বাড়তি চাপ, এমন ধারণা উড়িয়ে দেন নাঈম। ঢাকা লিগে আগেও উচ্চ আয়কারী খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। তার মতে, টাকার অঙ্ক কাজের প্রতি দায়বদ্ধতা বা নিবেদন বদলায় না। পেশাদার ক্রিকেটে এতদিন থাকার অভিজ্ঞতা থেকেই তিনি এবারও আগের মৌসুমের মতো দলকে রান করিয়ে জিতিয়ে সাহায্য করতে চান।
অন্য খেলোয়াড়দের প্রসঙ্গে নাঈম জানিয়েছেন, রিপন মণ্ডল ও হৃদয়সহ আরও অনেকেই বড় অঙ্ক পাওয়ার যোগ্য ছিলেন। তার মতে, সরাসরি নিলামে এই ধরনের উত্থান-পতন স্বাভাবিক এবং প্রতিযোগিতার সৌন্দর্যই মূল বিষয়। এবার নিজের দলের হয়ে সর্বোচ্চ পারফর্ম করা তার মূল লক্ষ্য।
IPCS News : Dhaka :

