১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের অধীনে ১,৮৮০ অফিসার নিয়োগ প্রকাশ
আপডেটঃ ১১:৩১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংকের অধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে বৃহৎ পরিসরে নিয়োগ দেওয়া হচ্ছে। মোট ১ হাজার ৮৮০টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে, যেখানে একাই নেওয়া হবে ১ হাজার ২৮৯ জন। আবেদন গ্রহণ চলছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক মিলিয়ে উল্লেখিত পদগুলো পূরণ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি পর্যন্ত যেকোনো একটিতে প্রথম বিভাগ থাকা বাধ্যতামূলক এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা পাবেন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা বেতন স্কেল অনুযায়ী সুবিধা। বয়সসীমা রাখা হয়েছে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। আবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। যারা আগে নিবন্ধন করেছেন তারা পূর্বের সিভি ব্যবহার করেই আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ২০০ টাকা ফি প্রদান বাধ্যতামূলক।
সবশেষে, আবেদন গ্রহণের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫। নিয়োগে আগ্রহীরা সময়সীমার আগেই অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
IPCS News : Dhaka :

