শুক্রবার ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হাদি হত্যা তদন্তে নতুন মোড়: অভিযুক্ত ও সহ-যোগীদের হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

আপডেটঃ ১০:৩৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এ মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি।

রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন এবং তাকে পালাতে সহায়তার অভিযোগে পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে আটক করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার করা বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের তথ্য গুরুত্ব দিয়ে বিশ্লেষণ শুরু করে সিআইডি।তদন্তে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেকবইয়ে বিভিন্ন অঙ্কের অর্থের উল্লেখ রয়েছে, যেগুলোর চূড়ান্ত লেনদেন সম্পন্ন হয়নি। এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক বিশ্লেষণে আরও উঠে এসেছে, বিভিন্ন ব্যাংক হিসাবে সংঘটিত ১২৭ কোটি টাকার বেশি লেনদেন স্বাভাবিক আর্থিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে মূল অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুত বাজেয়াপ্ত করতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

IPCS News : Dhaka :