বুধবার ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সম্মান ও মূল্যবোধের রাজনীতি চাই: বরিশালে ফুয়াদের কড়া অবস্থান

আপডেটঃ ১১:১৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

বরিশালে রাজনৈতিক অস্থিরতার ঘটনার পর সংবাদ সম্মেলনে কঠোর অবস্থান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, খুনি, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা কোনো দলেই নেতৃত্বের জায়গায় থাকতে পারে না এবং বিএনপির একাংশের আচরণ বর্তমানে আওয়ামী লীগের আগের সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে উঠছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি উন্নয়ন প্রকল্পে সহযোগিতা চাওয়াকে কেন্দ্র করে তাকে অপমান ও হেনস্তা করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনাটিতে যেসব ব্যক্তি জড়িত, তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলার আওতায় আনতে হবে। ফুয়াদ অভিযোগ করেন, রোববারের পুরো ঘটনায় প্রশাসন উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীরব দর্শকের মতো পরিস্থিতি দেখেছে।তিনি বলেন, জাতীয় স্বার্থের জায়গায় দাঁড়িয়ে তিনি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছেন, কারণ এবি পার্টি দেশের রাজনীতিকে সম্মান, মূল্যবোধ ও সুশীল আচরণের মাধ্যমে পরিবর্তন করতে চায়। তিনি পুনর্ব্যক্ত করেন যে, গুণ্ডা-সন্ত্রাসী নির্ভর রাজনীতি তারা মেনে নেবেন না এবং বাবুগঞ্জ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

রোববার বরিশালের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ঠিকাদারের কাছে স্থানীয়দের চাঁদা দাবির অভিযোগ তুলেছিলেন ফুয়াদ। পরে এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার কাছে চাঁদাবাজদের নাম জানতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়। ফুয়াদ ঘটনাস্থল ত্যাগ করলে বিএনপি কর্মীরা তাকে লক্ষ্য করে স্লোগান দিতে দিতে পিছু নেয় এবং উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

IPCS News : Dhaka :