লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহীদ হাদির লাশ দেখলেন জামায়াত আমির
আপডেটঃ ১১:৩৪ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে ঢাকায় পৌঁছেই তিনি সরাসরি হাদির মরদেহের কাছে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জামায়াত আমির জানান, শহীদ হাদির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি বিদেশ সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি লেখেন, সকালে ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে সরাসরি শহীদ ওসমান হাদির কাছে গিয়েছেন। পরিবারের সঙ্গে কথা হলেও এই গভীর শোকের মুহূর্তে সান্ত্বনা জানানোর মতো ভাষা খুঁজে পাননি বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি কোনো দল বা মতের প্রতিনিধিত্ব করেন না, তিনি দেশের সার্বভৌমত্ব ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে দলে দলে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, এ ধরনের জাতীয় ক্ষতির মুহূর্তে ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি।
ফেসবুক পোস্টে জামায়াত আমির আরও লেখেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। শহীদ হাদির স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়ভারও সবার ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি। শেষ পর্যন্ত শহীদ ওসমান হাদিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তার শাহাদাত কবুল এবং জান্নাতুল ফিরদাউস নসিবের জন্য দোয়া করেন ডা. শফিকুর রহমান।
IPCS News : Dhaka :

