ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণে রাখবে যুক্তরাষ্ট্র
আপডেটঃ ১১:৫৪ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজস্ব নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। এ উদ্যোগের মাধ্যমে তেল বাজারে সীমিত পরিসরে ভেনেজুয়েলার তেল ফেরার সুযোগ তৈরি হলেও, অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতেই থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে এই বিক্রি থেকে অর্জিত অর্থ যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখা যায়। নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি এই আর্থিক নিয়ন্ত্রণকে ভবিষ্যৎ আলোচনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন।মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, ভেনেজুয়েলায় যেসব কাঠামোগত ও রাজনৈতিক পরিবর্তন অনিবার্যভাবে বাস্তবায়ন করতে হবে, সেগুলো নিশ্চিত করতে এই প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন। বিশ্লেষকদের মতে, নির্ধারিত পরিমাণ তেল বিক্রি হলে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় হতে পারে। তবে এই অর্থের কতটা ভেনেজুয়েলা পাবে, তা এখনও স্পষ্ট নয়, যা দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট দাবি করেছেন, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। তবে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলমান এবং তা বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যেই এগোচ্ছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়ম ও চুক্তির ভিত্তিতেই এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
IPCS News : Dhaka :

