ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
আপডেটঃ ১০:৩৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রস্তুতি স্পষ্ট হতে শুরু করেছে। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, যা নির্বাচনী মাঠে দলটির কৌশলগত অবস্থানকে নতুন করে সামনে এনেছে।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আইনজীবী, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যা স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতার ইঙ্গিত দেয়।
মনোনয়নপত্র সংগ্রহের পর আবু তালেব বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তার ভাষায়, ফেনী-১ আসনের মানুষ অতীতের মতোই তার নেতৃত্বে আবার কাজ করার প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে, যা বিএনপির রাজনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে তারা বিশ্বাস করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর থেকে সেখানে চিকিৎসা গ্রহণ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দলীয় সূত্র জানায়, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজনৈতিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এর আগে তিনি এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে তার গভীর প্রভাব ও জনপ্রিয়তার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
IPCS News : Dhaka :

