বৃহস্পতিবার ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর যশোর-খুলনা রেলপথ পরিদর্শন

আপডেটঃ ১২:৪৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

যশোর-খুলনা রেলপথের চলমান কাজ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম।এসময় তার সাথে ছিলেন, বিভাগীয় প্রকৌশলী–১ (পাকশী) মোঃ হানিফ, এবং সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ (যশোর)।তারা গ্যাংকারে যোগে যশোর থেকে খুলনা পর্যন্ত রেলপথের বিভিন্ন কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে রেললাইন, স্লিপার, ব্যালাস্ট, সিগন্যালিং ব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।পাশাপাশি চলমান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় প্রধান প্রকৌশলী কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।রেলপথের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে নিয়োমিত সকল সেকশনের রেলপথ ও কাজের অগ্রগতি পরিদর্শন কোরবেন বলে জানান পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী। 

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।