বৃহস্পতিবার ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে পা রাখলেন তারেক রহমান

আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিমান ও দলীয় সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে পরিচালিত ফ্লাইটটি সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছায় এবং সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি নির্ধারিত রয়েছে। সিলেটে নামার পরপরই তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে একটি সংক্ষিপ্ত বার্তা দেন, যেখানে তিনি দেশের মাটিতে ফিরে আসার আনন্দের কথা জানান। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। সকালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় একটি স্মরণীয় মুহূর্ত। তাঁর মতে, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য টানা ১৭ বছরের সংগ্রামের পর আজকের দিনটি ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

IPCS News : Dhaka :