কারাগারেই ইমরান খান, চুপ থাকার বিনিময়ে দেশ ছাড়ার প্রস্তাব!
আপডেটঃ ১০:৫৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ওঠা মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।
সিনেটর জিশান বলেন, গত এক মাস ধরে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। এ সময়ে তাঁর পরিবার, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদেরও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি। তার ভাষায়, সরকার এমনভাবে চাপ তৈরি করছে যেন ইমরান খানকে বাধ্য করা যায় কোনো সিদ্ধান্ত নিতে।খুররম জিশান অভিযোগ করেন, ইমরান খানের জনপ্রিয়তা থেকে ভীত বর্তমান সরকার তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এই নিয়ন্ত্রিত পরিস্থিতিকে তিনি একটি কৌশল বলে মনে করেন, যার লক্ষ্য তাকে বিদেশে পাঠানো এবং রাজনৈতিকভাবে চুপ করিয়ে দেওয়া।
এর আগে আফগানিস্তানের কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি করা হয়—ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। এ গুজব দ্রুত ছড়িয়ে পড়লেও পিটিআই সিনেটর জিশান তা সরাসরি নাকচ করেন এবং জানান, “আমাদের নিশ্চিত করা হয়েছে—তিনি বেঁচে আছেন এবং কারাগারেই আছেন। তিনি ঠিক আছেন।”
ইমরানের সঙ্গে কী ধরনের চুক্তি করার চেষ্টা চলছে—জানতে চাইলে জিশান বলেন, তাঁকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি চুপ থাকার শর্তে তাঁর পছন্দের জায়গায় যাওয়ার সুযোগও দেওয়া হতে পারে। তবে ইমরান খান যে ধরনের নেতা, তিনি কোনোভাবেই এতে রাজি হবেন না বলেই মত দেন তিনি।বর্তমান পরিস্থিতিতে ইমরান খানের স্বাস্থ্য, নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চললেও পিটিআই এখনো দাবি করছে, তিনি কারাগার থেকেই দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।
তবে পরিবার ও দলের পক্ষ থেকে দীর্ঘদিন তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় অনেকের মধ্যে প্রশ্ন রয়ে গেছে—তিনি কি স্বাভাবিক অবস্থায় রয়েছেন নাকি আরও কঠোর নজরবন্দির মধ্যে? গুজব থামলেও ইমরান খানকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা থামেনি বরং আরও তীব্র হচ্ছে সময়ের সঙ্গে।
IPCS News : Dhaka :

