কাবিলা খ্যাত পলাশ নোয়াখালী এক্সপ্রেসে যোগ দিতে পারেন
আপডেটঃ ১১:২৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালী প্রতিনিধিত্ব পেল নিজেদের দল নিয়ে। নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিলামের আগ-পিছ মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে। দলটি আত্মপ্রকাশের আগেই স্থানীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাড়লেও এবার নতুন একটি গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়।
নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা ও ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশকে দেখা যেতে পারে—সামাজিকমাধ্যমে এমন খবরই ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়, তবে দুই পক্ষের আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়ায় জল্পনা আরও বেড়েছে। আলোচনা ইতিবাচকভাবে এগোলে ফ্র্যাঞ্চাইজিটির মুখপাত্র হিসেবে মাঠের বাইরেও নোয়াখালীকে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে অভিনেতাকে।জিয়াউল হক পলাশ সোমবার (১ ডিসেম্বর) একটি সংবাদ মাধ্যমকে বলেন, নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার এই মন্তব্যেই সমর্থকদের প্রত্যাশা আরও উঁচুতে পৌঁছেছে।
এদিকে সদ্য শেষ হওয়া নিলামে দলটি তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে একটি প্রতিশ্রুতিশীল স্কোয়াড তৈরি করেছে। কোচ খালেদ মাহমুদ সুজনের পরিকল্পনায় গড়া এই দলকে নিয়ে নোয়াখালীর ক্রিকেটভক্তরা ইতোমধ্যেই আশাবাদী।
IPCS News : Dhaka :

