বুধবার ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইমরানের অবস্থান অজানা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

আপডেটঃ ১১:০৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্যজনক নীরবতা ও মৃত্যুর গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। কয়েকদিন ধরে সামাজিকমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়লেও তার কোনো স্পষ্ট অবস্থান জানাতে পারেনি সরকার বা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে।

এ পরিস্থিতি ঘিরে ইমরান খানের খোঁজ জানতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বিক্ষোভ শুরুর আগেই তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। শহরে ১৪৪ ধারা জারি করে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা আরও অশান্ত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পুরো এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে। এই সময় পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ বা জনসভা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অস্ত্র, লাঠি, গুলতি, বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহনেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি মোটরসাইকেলের পেছনে আরোহী নেওয়া ও লাউডস্পিকার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও শহরের শান্তি–শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পিটিআই নেতাদের অভিযোগ, ইমরান খানের অবস্থান গোপন রাখতে সরকার ইচ্ছাকৃতভাবে আন্দোলন দমনে কঠোর হচ্ছে। পরিবার ও দলীয় নেতাদের সাক্ষাতের সুযোগ না দেওয়া এবং কারা কর্তৃপক্ষের নীরবতা আরও রহস্য উসকে দিচ্ছে। পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তা এখন দেখার অপেক্ষা।

IPCS News : Dhaka :