আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী: ইশরাক হোসেন
আপডেটঃ ১১:৪৯ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি।
সোমবার রাজধানীর মতিঝিলের মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক হোসেন। অনুষ্ঠান শেষে তিনি সাম্প্রতিক ক্রীড়াঙ্গনের নানা ইস্যু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুরোপুরি খেলোয়াড়দের মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই। বিসিবির পক্ষ থেকে পাঠানো চিঠিতে যে উদ্বেগের কথা বলা হয়েছে, সেটি যৌক্তিক এবং বাস্তবতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটার নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় বহন করেন। তার প্রতি যেকোনো ধরনের অসম্মান মানে গোটা দেশ ও দেশের মানুষের প্রতি অসম্মান। এই ধরনের আচরণ ভবিষ্যতে যেন আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব রাষ্ট্র ও ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সুরক্ষা নিয়ে বিএনপির ভবিষ্যৎ ভাবনার কথাও তুলে ধরেন ইশরাক হোসেন। তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত যেকোনো দায়িত্বশীল নীতির মূল লক্ষ্য।
IPCS News : Dhaka :

