শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপির পৃথক মাদক বিরোধী অভিযানে তিন কারবারি গ্রেপ্তার

আপডেটঃ ১:০০ অপরাহ্ণ | জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তিনজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা এবং তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মো. আসাদুল ইসলাম (৪১), একই থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে মো. আহাদ আলী ওরফে স্বপন (৩৩) এবং পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে আলমগীর কবির (৩১)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাত সোয়া ৯টার দিকে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মুক্তারুল ইসলাম ও তার টিম আমচত্তর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানকালে উত্তর নওদাপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত আসাদুল ইসলাম ও আহাদ আলীকে গ্রেপ্তার করা হয়।পরে তল্লাশি চালিয়ে আসাদুলের হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ২৫টি বোতলে ১০ লিটার এবং আহাদের হাতে থাকা পলিব্যাগ থেকে ১০টি বোতলে ২ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

এদিকে একই দিন রাত পৌনে ১২টার দিকে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এ.টি. এম আশেকুল ইসলাম ও তার টিম হাটরামচন্দ্রপুর মোড়ে অভিযান পরিচালনা করে।অভিযানে চক পারিলা পূর্বপাড়া গ্রামে নিজ বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আলমগীরের বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুর থানায় পূর্বে দায়ের করা একটি মাদক মামলা চলমান রয়েছে।আরএমপি জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।