রাজশাহীতে বাবার মোটরবাইক থেকে ছিটকে পড়ে ছেলের মৃত্যু
আপডেটঃ ১:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র মো. সাদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনার পর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।নিহত শিশু সাদের পিতার নাম লিয়াকত আলী লিটন।তার বাসা লালমনিরহাট জেলায়।রাজশাহীতে ভাড়া থাকতেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছেলেকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাসায় নিয়ে যাচ্ছিলেন লিটন।
লিলি হল মোড়ের কাছে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাদ নিহত হয়।তার বাবা ও এক ভাই আহত হন।স্থানীয়রা বলেন, আমরা সড়ক অবরোধ করেছি।এখানে আমরা সব সময় ট্রাফিক পুলিশ ও গোল চত্বর চাই।
এর আগেও প্রায় এখানে দুর্ঘটনা ঘটেছে।এটা ঝুঁকিপূর্ণ জায়গা, তাই দাবি না মানলে সড়ক ছাড়া হবে না।কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারি বলেন, আমরা ঘটনাস্থলে এসে সড়ক স্বাভাবিক করেছি।স্থানীয়দের দাবিটি ঊর্ধ্বতন স্যারদের জানাবো। আশা করি, সমাধান হবে। দুর্ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।

