বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
আপডেটঃ ১২:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আল-আমিন (২০), তিনি দক্ষিণ জামিরা এলাকার মো. তেসান আলীর ছেলে।বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।পুলিশ জানায়, বেলপুকুর থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিয়মিত দায়িত্ব পালন করছিল।সেই সময় খবর পাওয়া যায়, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন নামে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে গেলে তিনি পালানোর চেষ্টা করেন; পরে তাকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা উদ্ধার করা হয়।স্থানীয় কয়েকজন জানান, আল-আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তিনি মাঝে মাঝে ওই অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ রয়েছে।
তার কারণে এলাকায় দীর্ঘদিন ধরেই আতঙ্কের পরিবেশ তৈরি ছিল বলে তারা দাবি করেন।গ্রেপ্তারের পর আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

