রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন, ক্লাশ-পরীক্ষা বন্ধ

আপডেটঃ ৩:০৯ অপরাহ্ণ | ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘স্কুলিং মডেল’ বাতিল এবং স্বাতন্ত্র্য কাঠামো অক্ষুন্ন রেখে একাডেমিক ও প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজশাহী কলেজে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর বুধবার সকালে রাজশাহী সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা।

এ সময় কলেজের সকল পরীক্ষা, প্র্যাকটিক্যাল  ও ক্লাশ বন্ধ রাখা হয়।মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ও ড. মোছা. জমিলা খাতুন বক্তব্য রাখেন।

শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি থেকে বলেন, ঢাকার সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের শিক্ষা মন্ত্রনালয় ইউসিজিতে পাঠিয়েছে।এতে ঐতিহ্যবাহী কলেজ গুলো স্বকীয়তা হারাবে এবং শিক্ষার সুযোগ সংকুচিত হবে।প্রসঙ্গত, রাজধানীর বড় সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিরোধিতা করে আন্দোলন করছেন শিক্ষকেরা।

সরকার দাবি না মানলে তাঁরা সব সরকারি কলেজে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৪ ডিসেম্বর সব কলেজের সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে বলেও জানানো হয়েছে।

IPCS News : Dhaka :