নেত্রকোণায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন
আপডেটঃ ২:৩৬ অপরাহ্ণ | ডিসেম্বর ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর প্রতি হয়রানির অভিযোগ তুলে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার দুপুরে শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে—মানববন্ধনে এমন দাবি তুলে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইয়ের ঘুষবাণিজ্যের প্রতিবাদ করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।তারা জানান, এ ধরনের হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন গঠনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং শিক্ষক সমাজকে ক্ষুব্ধ করে তুলবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মঞ্জুরুল হক খান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুর মোকালেবসহ অন্যরা।তারা অবিলম্বে হয়রানি বন্ধের দাবি জানিয়ে সতর্ক করেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।

