বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে সরকার

আপডেটঃ ১২:১৩ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক ডেক্স:- প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ও তার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে ইউনূস সরকার।যদিও এব্যাপারে কারো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।এছাড়াও এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য, যিনি ড. ইউনূসের ছাত্র।তাকে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই দুই দেশে এই দুই ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে পদায়নে স্ব স্ব দেশের সরকারের কাছে ‘এগ্রিমো’ চাওয়া হয়েছে।এগ্রিমো পাওয়া গেলেই, তাদেরকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে।

সাধারণত এগ্রিমো পেতে দেড় থেকে ৩ মাস সময় লাগে।অর্থ্যাত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়েই বা তার আগেই, ইউনূস ঘনিষ্ঠ এই ব্যক্তিদের নেদারল্যান্ডস এবং ডেনমার্কে নিয়োগ পাবেন রাষ্ট্রদূত হিসেবে।ডেনমার্কে বাংলাদেশ হাইকমিশন/দূতাবাসে এর আগে কখনোই রাজনৈতিক রাষ্ট্রদূত/হাইকমিশনার নিয়োগ হয়নি।সবসময় পররাষ্ট্র ক্যাডার থেকে নিয়োগ হয়েছে।

বর্তমান রাষ্ট্রদূত শহিদুল করিমও পররাষ্ট্র ক্যাডারের অফিসার।তিনি আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন।তার জায়গাতেই রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হবে ড. ইউনূসের ঘনিষ্টজনদের।একইভাবে, নেদারল্যান্ডসে নিয়োগ দেওয়া হবে লামিয়া মোরশেদকে।সেখানকার রাষ্ট্রদূত তারেক মোহাম্মদকে ইতোমধ্যে ঢাকায় তলব করা হয়েছে।তিনিও ডিসেম্বরে ঢাকা ফিরবেন!

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।