রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধার
আপডেটঃ ১১:৪৩ পূর্বাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য (গাঁজা ও ইঞ্জিন চালিত নৌ) আটক করেছে রাজশাহী ব্যাটিিলয়ন (১-বিজিবি)।বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটিিলয়ন (১-বিজিবি) এর ইউসুফপুর বিওপির টহলদল গতকাল বুধবার (১২ নভেম্বর) দনিগত রাত ৫ঠায় সীমান্ত পিলার ৭২/১ এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহীর চারঘাট থানার চক মুক্তারপুর এলাকায় মাদক বিরোধী অভিযার চালিয়ে দেড় কেজি গাঁজা,৫পিস ফেন্সিডিল ও ইঞ্জিন চালিত নৌ আটক করে।আটককৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীণ আছে বলেও তিনি জানান।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

