বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা ফয়সাল খানের সেঞ্চুরী

আপডেটঃ ১২:২১ অপরাহ্ণ | নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অর্ধ শতকে সহজ জয়ে আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা।৫ ম্যাচে সিরিজের ১ম ওয়ান্ডেতে বগুড়ায় হারে আফগান যুবরা।গতকাল বুধবার (৫নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অপরাজিত অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ কওে ২৭৫ রান।ফয়সাল খান ২টি ছক্ক ও ১৪ টি বাউন্ডারির কওে ১০৫ বলে তুলে ১০০ রান।মাহবুব খান ৬৮ রানে অপরাজিত থাকে।বাংলাদেশের আজিজুল হাকিম তামিম ৪১ ও আল ফাহাদ ৫২ রানে ২টি করে উইকেট নেন।বাংলাদেশের যুবরা ২৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই থেমে যায়।ফলে আফগান ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে।বাংলাদেশের কালাম ৭১ ও রিজান হোসাইন ৫২ রান করে।

আফগানের বায়তুল্লাহ শাহীন ৪০ রানে ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামায়।ওয়াহিদুল্লাহ জর্ডান ২৩ রানে ৩টি উইকেট নেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আফগানিস্তানের ফয়সাল খান।তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান শামীম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, ভেণ্যূ ম্যানেজার মোঃ সাইফুল্লাহ খান জেমসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী্।