বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অবসরের ইঙ্গিত রোনালদোর: “ফুটবল ছাড়লে আর এই খেলায় ফিরব না”

আপডেটঃ ১:০৪ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

ফুটবল মাঠে এক যুগান্তকারী ক্যারিয়ারের পর এবার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিয়ার্স মর্গানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা জানিয়েছেন, শিগগিরই ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর অবসরের পর আর এই খেলায় যুক্ত থাকার ইচ্ছাও নেই।রোনালদো বলেন, “খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, হয়তো আমি কাঁদবও। কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত। ২৫ বছর বয়স থেকেই ভেবেছি, মাঠের পরের জীবনটা কেমন হবে। তাই এই পরিবর্তনটা আমি সামলাতে পারব।”

বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে এর আগে আসন্ন বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সে টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে শেষবার মাঠে নামতে চান তিনি।২৩ বছর আগে পর্তুগালের স্পোর্টিং সিপি থেকে পেশাদার ফুটবলে পথচলা শুরু করেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস সব জায়গাতেই রেখে গেছেন সোনালি ছাপ।তবে এখন তার মনোযোগ মাঠের বাইরে জীবনের দিকে। রোনালদো বলেন, “গোল করার আনন্দের সঙ্গে কিছুই তুলনা হয় না, কিন্তু এখন আমার অন্য আগ্রহ আছে। আমি পরিবারের সঙ্গে থাকতে চাই, সন্তানদের বড় হতে দেখতে চাই। আমি চাই একজন পূর্ণাঙ্গ পারিবারিক মানুষ হতে।”রোনালদোর পাঁচ সন্তান রয়েছে বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র ইতিমধ্যেই আল নাসরের যুব দলে খেলছে এবং পর্তুগালের বয়সভিত্তিক দলে জায়গা পেয়েছে।

শুধু ফুটবল নয়, ব্যবসা ও বিনোদন জগতেও রোনালদোর ব্যাপক উপস্থিতি। ৩৯ বছর বয়সে বিলিয়নিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার ব্র্যান্ড ‘CR7’ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার অধীনে অন্তর্বাস, পারফিউম ও ফ্যাশন সামগ্রী রয়েছে। এছাড়া তার ইউটিউব চ্যানেলে ৭৭ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং বিপুল সম্পত্তি রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।বর্তমানে তিনি ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর গ্লোবাল অ্যাম্বাসেডর, যা অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। রোনালদো জানান, “আমি ইউএফসি দেখতে ভালোবাসি, প্যাডেল খেলতেও ভালো লাগে। ব্যবসা আর নতুন উদ্যোগগুলো নিয়েই থাকতে চাই। আমি ইউটিউবার হব না, তবে আমার কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত থাকব। ফুটবলে যা কিছু করার ছিল, করেছি। এখন সময় নতুন কিছু শেখার।”

দীর্ঘ ক্যারিয়ারে রোনালদো গোল, গৌরব আর গৌরবের বাইরেও এক অনুপ্রেরণার নাম। এবার সেই তারকাই জানিয়ে দিলেন— মঞ্চ ছাড়ার প্রস্তুতি প্রায় শেষ।

IPCS News : Dhaka :