মহালছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৩টি দোকান, ক্ষতি কোটি টাকায়
আপডেটঃ ১২:৫৫ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ব্যস্ত বাণিজ্যকেন্দ্র মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতের আঁধারে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বাজারের কাঁচা দোকানগুলো জ্বলে ওঠে। মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে দমকল কর্মীরা এসে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, “আগুন লাগার সময় পুরো বাজার অন্ধকারে ছিল— দোকানগুলো বন্ধ, আর তীব্র বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত হয়।”তিনি আরও জানান, এলাকাটিতে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। তবে নিরবচ্ছিন্ন বর্ষণ থাকায় আগুনের বিস্তার কিছুটা ধীর হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। দোকানের পণ্য, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী—সবই ছাই হয়ে গেছে কয়েক ঘণ্টার আগুনে।
অগ্নিকাণ্ডে হতাহতের খবর না পাওয়া গেলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
IPCS News : Dhaka :

