রবিবার ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় জাতীয় সমবায় দিবসে নানা আয়োজনে উদযাপন।

আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উৎযাপিত হচ্ছে।শনিবার জেলা প্রশাসক ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা।সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা হয়।সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন,দেশের উন্নয়ন,সমৃদ্ধিতে সমবায় গুরুত্বপূর্ণ অংশীদার।অনেকে একত্রে মিলে কাজ করলে বড় বড় কাজ সহজেই যেমন করা যায়,তেমনি কৃষিসহ অন্যান্য খাতেও ব্যাপক উন্নয়ন সম্ভব।কর্মসূচিতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ অংশ নেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।