মনোহরদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল অনুষ্ঠিত
আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ বাজার থেকে শুরু হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মাওলানা বাকিউল ইসলাম বাকি, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গোলাপসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।