নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আপডেটঃ ২:১৫ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- তরুণ-তরুণী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে তারুণ্যের উৎসব উদযাপনে নেত্রকোণা সদর উপজেলার কারাতে প্রতিযোগিতা ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার শহরের কালেক্টরেট স্কুল মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীতে অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন,খেলাধুলাছেলে-মেয়েদের সুস্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মোবাইলসহ ইন্টারনেটের আসক্তিও কমাবে খেলাধুলা।জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার জানান,৮টি বিভাগে সদর উপজেলার ৫০ জন ছেলে-মেয়ে কারাতে প্রতিযোগিতায় অংশ নেয়।এর মধ্যে প্রত্যেক বিভাগে তিনজন করে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।