সেন্টমার্টিনে রাত্রিযাপন এখনো অনিশ্চিত: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান
আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাত কাটানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”
গত নয় মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ওই সময় দ্বীপে সব ধরনের পর্যটন কার্যক্রম স্থগিত করা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে। এর ফলে স্থবির হয়ে পড়ে দ্বীপের অর্থনীতি; জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নেমে আসে নীরবতা, অনেক কর্মচারী পড়েন বেকার সময়ের মুখে।সরকার জানিয়েছে, সেন্টমার্টিনকে অপ্রতুল সম্পদ ও প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণকেন্দ্রিক একটি টেকসই পর্যটন এলাকায় পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, “আমরা চাই, সেন্টমার্টিন যেন শুধু পর্যটনকেন্দ্র না হয়ে, পরিবেশবান্ধব ও টেকসই মডেল হিসেবে গড়ে ওঠে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সতর্কতার সঙ্গে।”
IPCS News : Dhaka :