বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রৌফ সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।‎‎

সভায় বক্তারা কন্যাশিশুদের উন্নয়ন, নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।পরে কন্যাশিশুদের নানা সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

IPCS News : Dhaka : ‎শহীদুল ইসলাম : নেত্রকোনা।