বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার বৈঠক, নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে আলোচনা

আপডেটঃ ১১:৫২ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।এর আগে বিকাল ৪টা ২২ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।প্রায় দুই ঘণ্টার এ আলোচনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সচিব নাসিমুল গণি এবং পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম।অন্যদিকে বাবরের সঙ্গে ছিলেন সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান।বাবরের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, বৈঠকে তারেক রহমানের সার্বক্ষণিক নিরাপত্তা ও রাজনৈতিক কার্যক্রমের পরিবেশকে কেন্দ্রীয়ভাবে গুরুত্ব দেওয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবর বলেন, “আল্লাহর অশেষ রহমতে ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছি।এখন বিএনপির হয়ে একটি টিম গঠন করা হয়েছে।সেই টিমের পক্ষ থেকেই আমরা আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।মূলত দেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগগুলো আমরা অবহিত করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে দেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।বাবরের ভাষায়, “ভারতে এস আলম গ্রুপের সঙ্গে বৈঠকে বসে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সহিংসতা উসকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।এ বিষয়ে গণমাধ্যমেও খবর এসেছে।বিষয়টি আমরা সরকারের কাছে তুলে ধরেছি।”

এ ছাড়া তিনি অবৈধ অস্ত্র ও পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।পাশাপাশি সরাসরি এএসআই নিয়োগের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, “কনস্টেবল থেকে ধাপে ধাপে পদোন্নতির মাধ্যমে ডিআইজি পর্যন্ত ওঠার সুযোগ আছে।কিন্তু সরাসরি এএসআই নিয়োগে পদোন্নতির ধারাবাহিকতা ভেঙে যাবে বলে অনেকে উদ্বিগ্ন।বিষয়টি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।”

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বাবর বলেন, “সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তাদের প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই ভালো।” আর তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “তিনি দ্রুত ফিরবেন, ইনশাআল্লাহ।”অন্যদিকে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, বাবরের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয় রয়েছে। “আজ তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। মূলত পারিবারিক বিষয়ে কথা হয়েছে। এর বাইরে রাষ্ট্রীয় কিছু প্রসঙ্গ আলোচনায় এসেছে, তবে সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ছিল না,” যোগ করেন তিনি।

বিকেল ৪টা ২২ মিনিটে মন্ত্রণালয়ে প্রবেশ করেন বাবর এবং বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বের হয়ে যান। পুরো বৈঠক ঘিরে প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়।

IPCS News : Dhaka :