বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ নোটিশ

আপডেটঃ ১১:৩০ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার সংক্রান্ত এক রিট মামলার প্রেক্ষিতে আদালত এই শোকজ নোটিশ জারি করে।গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ আদেশ দেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি জেলা প্রশাসকের হাতে পৌঁছানোর কথা রয়েছে।

এই প্রসঙ্গে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, শোকজ নোটিশের বিষয়ে তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কপির নোটিশ পাননি।উল্লেখ্য, তিনি শুধু জেলা প্রশাসকই নন, একইসঙ্গে এসকেআইএসসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনের আইনজীবী ইরশাদুল হক জানান, তার মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিজেদের পদোন্নতি ঘটিয়ে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছেন।এমনকি অন্যান্য শিক্ষকদের দিয়ে অভিনন্দন বার্তা আদায় করেছেন, ওয়েবসাইটে পদবি পরিবর্তন করেছেন এবং স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।এসব কার্যক্রম প্রতিষ্ঠানের সার্ভিস রুলস ও বিধিবিধানের সম্পূর্ণ পরিপন্থি বলে আদালতে দাবি করা হয়।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একজনকে আনুষ্ঠানিকভাবে প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয়।তবে পরে প্রতিষ্ঠানটির দুই শিক্ষক স্বপ্রণোদিতভাবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের পদে বসার চেষ্টা করেন।এ ঘটনাকে কেন্দ্র করেই প্রতিষ্ঠানটিতে বিরোধ দেখা দেয় এবং বিষয়টি আদালতে গড়ায়।

ফলে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক অস্থিতিশীলতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসকের ভূমিকা নিয়েও আদালতের নজরে আসে।এজন্যই আদালত জেলা প্রশাসককে শোকজ করেছে বলে জানা গেছে।

IPCS News : Dhaka :