বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ

আপডেটঃ ১১:০৮ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের গড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে। তবে অপেক্ষার দীর্ঘ সময়ও কারও মুখে বিরক্তি দেখা যায়নি। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এক শিক্ষার্থী বলেন, “সারারাত ঘুমাইনি। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে আমি ভীষণ আনন্দিত।”শিক্ষার্থীরা আরও মনে করছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় ও ন্যায্য দাবি পূরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে ঘিরে তৈরি হওয়া নানান বিতর্কের অবসান ঘটবে এই নির্বাচনের মধ্য দিয়ে।

নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো—শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর ও নীলক্ষেত—সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ডপ্রাপ্ত সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে। এর মধ্যে ডাকসুর ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে আজ রাতেই ফলাফল প্রকাশ করা হবে।

IPCS News : Dhaka :