বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় হামলা-পাল্টা হামলায় সাবেক ইউপি সদস্যসহ নিহত-২, আহত ৩

আপডেটঃ ১২:৫৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।নিহতদের একজন সাবেক ইউপি সদস্য।এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।নিহতরা হলেন—মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৫০) ও নূর মোহাম্মদ (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শনিবার (৩০ আগস্ট) রাতে জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়াকে প্রতিপক্ষ রফিকের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।এ খবর এলাকায় পৌঁছালে দোজাহানের সমর্থকরা রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায়।পাল্টা হামলায় নূর মোহাম্মদ নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।আহতদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।