নেত্রকোণায় দিনব্যাপী প্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসা, ঔষধ বিতরণ
আপডেটঃ ২:০৮ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার কেন্দুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্রের পাশাপাশি ঔষধ দেয়া হয়েছে।বুধবার সকালে উপজেলার বেখৈরহাটি বাজারের জুবাইদা ম্যানসনে মরহুম আব্দুল খালেক মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজক নূরুননবী মোহাম্মদ টিপু জানান,সকাল থেকে বিকাল পাঁচটা নাগাদ এলাকার অসচ্ছল পরিবারের পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা দেয়া হয়েছে।তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেয়া হয়েছে।চিকিৎসা সেবা গ্রহীতাদের মধ্যে প্রতিবন্ধী নারী শিশু সহ সব বয়সের রোগী ছিলেন।তিনি আরোও বলেন,আগামীতেও এভাবেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।