শনিবার ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

আপডেটঃ ১১:৩৩ পূর্বাহ্ণ | জুলাই ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।মো. শাহাব উদ্দিন উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে।অপরদিকে মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌরশহরের তারাকান্দি পূ্র্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।তারা দুজনই কৃষি কাজ করতেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি জমির মাঠে নিজ জমিতে কৃষি কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে কৃষি জমিতে কাজ করতে যান কৃষক শাহাবুদ্দিন ও কৃষক মজনু মিয়া।পাশাপাশি জমি হওয়ায় দুজনই একসাথে কাজ করছিল।পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচ পাম্পের বৈদ্যুতিক ঝুলানো তারে লেগে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পুলিশ।তবে পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে বাবুল মিয়ার সেচ পাম্প থেকে আঙ্গুর মিয়ার সেচ পাম্পে তারের সংযোগ দেয়া হয়।বর্তমান সময়ে সেচের মৌসুম না থাকলেও বৈদ্যুতিক সংযোগ চালু রয়েছে।সেচ পাম্পের মালিক আঙ্গুর মিয়া ও বাবুল মিয়াসহ বিদ্যুৎ অফিসের অবহেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ সরেজমিনে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি বলেন, দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।পরে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, হাসপাতালে দুটি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ।মৃতদেহ দুটি বিদ্যুতায়িত হয়েই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

IPCS News : Dhaka :