বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজাশাহীগামি চলন্ত ধূমকেতু ট্রেনের ইঞ্জিন-বগি বিচ্ছিন

আপডেটঃ ১২:২০ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- নাটোরের লালপুরে ঢাকা-রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫০০ গজ সামনে চলে যায়।পরে প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে এসে বগির সঙ্গে পুনরায় যুক্ত করে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।১৪ জুলাই সেমবার বেলা ১১টার দিকে নাটোরের আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস আজিমনগর স্টেশন অতিক্রমের সময় সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি  ট্রেনটির বগি ফেলে প্রায় ৫০০ গজ এগিয়ে যায়।বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিন ফিরে এসে বগির সঙ্গে যুক্ত হয়ে রাজশাহীর পথে যাত্রা পুনরায় শুরু করে।

যাত্রীদের অভিযোগ ইন্জিন সংযোজনে ত্রুটির জন্য এ ঘটনা ঘটেছে।ট্রেমটির যাত্রী মাসুমা আক্তার বলেন, আজিমনগর স্টেশন পার হওয়ার সময় হঠাৎ বগি থেমে যায়।পরে দেখি ইঞ্জিন সামনের দিকে চলে গেছে।কিছুক্ষণ পর ইঞ্জিন ফিরে এসে আবার বগি নিয়ে যাত্রা শুরু করে।এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বগি থেকে ইঞ্জিন খুলে গিয়ে অনেকটা দূর চলে যায়।আধা ঘণ্টা পর ইঞ্জিন ফিরে এসে বগি নিয়ে রাজশাহীর দিকে যাত্রা করে।আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জীবন বৈরাগী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ৫৭ মিনিটে আজিমনগর স্টেশন অতিক্রমের সময় ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিন পাটিং হয়ে বগি থেকে আলাদা হয়ে যায়।

পরে সাড়ে ১১টায় ইঞ্জিন ফিরে এসে বগি সংযুক্ত করে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।এতেকোনো হতাহতের ঘটনা ঘটেনি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।