বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে পিতা-মাতার উপর নির্যাতনের অভিযোগ বিচারের আশায় দ্বারে দ্বারে ভুক্তভোগীরা

আপডেটঃ ১:৫৪ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের খন্ডখুইগ্রামে এক দম্পতির উপর নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের সন্তান বুলবুল ইসলামের বিরুদ্ধে।অভিযোগকারী মোখলেছার রহমান (বৃদ্ধ পিতা) ও সুলতানা বেগম (বৃদ্ধা মাতা) অভিযোগ করেছেন, তাদের ছেলে বুলবুল ইসলাম (৩৬) বিভিন্ন সময়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মধ্যস্থতা করতে চেষ্টা করেন।সম্প্রতি ইউনিয়ন পরিষদে বসা এক সালিশ বৈঠকে অভিযোগকারীদের পক্ষে তাদের নাতি ও স্থানীয় ব্যক্তি মোজাফফর হোসেন উপস্থিত থাকলেও সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, সেখানে অভিযুক্ত বুলবুল ইসলাম সালিশ অমান্য করে তাঁর দাদার গায়ে হাত তোলেন।

ঘটনার প্রেক্ষিতে ৭ জুলাই (সোমবার) ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফুলবাড়ী থানায় আরেকটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।অভিযোগ অনুযায়ী, সেখানে অভিযুক্ত বুলবুল ইসলাম ও তার সঙ্গে আসা ব্যক্তিরা পুলিশের সামনেই তার পিতা-মাতা ও উপস্থিত সাক্ষীদের হুমকি প্রদান করেন।

এ পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সালিশটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়।ভুক্তভোগী মোখলেছার রহমান ও সুলতানা বেগম জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিচার ও সুরক্ষার আশায় বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুরছেন।

তাদেরকে থানায় সারাদিন অবস্থান করতেও দেখা গেছে।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল আলম বলেন, আমি ওইদিন জেলায় আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় ছিলাম।ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় প্রবীণ নাগরিকরা এ ধরনের ঘটনার ন্যায়বিচার না হলে তা সমাজে একটি অশুভ দৃষ্টান্ত স্থাপন করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর