পাকিস্তানের বিপক্ষে ইনিংস লম্বা করতে চায় বাংলাদেশ
আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ইনিংস বড় করতে চায় বাংলাদেশ দল।দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, প্রথম ইনিংসে কিছু ভুল হলেও তারা সেগুলো থেকে শিক্ষা নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের চেষ্টা থাকবে।মিরাজ বলেন, “আমাদের লক্ষ্য থাকবে ইনিংস বড় করা।পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংস ভালো অবস্থানেও ছিলাম, কিন্তু উইকেটগুলো দ্রুত হারিয়ে ফেলায় বড় সংগ্রহ সম্ভব হয়নি।আমরা সেখান থেকে শিখেছি।এখন আমাদের চেষ্টা থাকবে সেই ভুলগুলো শুধরে ফেলা এবং বড় স্কোর গড়া।”
তিনি আরও বলেন, “আমরা জানি পাকিস্তান অনেক শক্তিশালী দল।তাদের বিপক্ষে রান তুলতে হলে ধৈর্য ও কৌশলের বিকল্প নেই।আমরা ইতোমধ্যেই নিজেদের পরিকল্পনা ঠিক করেছি কে কীভাবে খেলবে, কোন বোলারের বিরুদ্ধে কেমন কৌশল থাকবে।আমাদের ব্যাটিং কোচও আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন।এখন শুধু প্রয়োজন সেটা মাঠে কাজে লাগানো।”দলের পরিবেশ এখন অনেক ইতিবাচক, এবং খেলোয়াড়রা নিজেদের মধ্যে আলোচনা করেই পরিকল্পনা সাজাচ্ছেন।মিরাজ মনে করেন, এক একজন ব্যাটসম্যান যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তাহলে বড় সংগ্রহ গড়তে কোনো বাধা থাকবে না।বিশেষ করে মিডল অর্ডারে স্থিতি আনতে পারলে ইনিংস দীর্ঘায়িত করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন তিনি।মিরাজ ছাড়াও দলের সিনিয়র খেলোয়াড়রাও ব্যাটিং নিয়ে কথা বলছেন এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন তরুণদের সঙ্গে। তিনি বলেন, “এই ধরনের সিরিজে একটা বড় ইনিংস অনেক কিছু বদলে দিতে পারে।আমাদের সবার লক্ষ্য একটাই দলকে ভালো অবস্থানে নেওয়া।ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও বেশি সময় ক্রিজে থাকতে হবে, সেটাই হবে মূল চাবিকাঠি।”
বাংলাদেশ দল আগামী ম্যাচে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে বলেও জানান মিরাজ। তিনি বলেন, “আমরা জানি কী করতে হবে। নিজেদের খেলাটা খেলতে পারলেই ইনিংস বড় করা সম্ভব। মাঠে নামলেই সেটা প্রমাণ করতে হবে।” দলের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে, যাতে পরিস্থিতি অনুযায়ী আরও কার্যকর ব্যাটিং করা যায়।সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ইনিংস দীর্ঘ করার কোনো বিকল্প নেই। মিরাজ এবং দলের অন্যান্য খেলোয়াড়রা এখন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
IPCS News : Dhaka :