নির্বাচন ছাড়া কোনো পথ নেই:- বিএনপি মহাসচিব
আপডেটঃ ১:৩৫ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন।তিনি বলেন,“গণতন্ত্রের মূল চালিকা শক্তি হলো নির্বাচন।কিন্তু বর্তমান সরকার সে পথ বন্ধ করে দিয়েছে।আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
সোমবার (৭ জুলাই) রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপির সিনিয়র নেতারা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, “বর্তমানে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। মানুষের ভোটাধিকার নেই, বাকস্বাধীনতা নেই।বিরোধী দল গুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে নেতা-কর্মীদের।এসব গণতন্ত্রের চরম লঙ্ঘন।”তিনি আরও বলেন, “আমরা বারবার বলে এসেছি, এই সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। সেখানেই জনগণ তাদের প্রতিনিধি ঠিক করবে। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।”
ফখরুল অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। এমন অবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার আসা অসম্ভব হয়ে পড়েছে।”আলোচনা সভায় অন্য নেতারাও বলেন, দেশ আজ চরম সংকটে। সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও স্বাধীনতা ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই।
বক্তব্য শেষে মির্জা ফখরুল বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই।জনগণের সরকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। শান্তিপূর্ণভাবে, কিন্তু দৃঢ়ভাবে আমাদের দাবি জানাতে হবে নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।”তিনি জানান, বিএনপি ও সমমনা দলগুলো আগামী দিনগুলোতে কর্মসূচি চালিয়ে যাবে এবং জনতার রায় আদায়ের জন্য মাঠে থাকবে।
IPCS News : Dhaka :