সারা আলি খান বললেন: ডেটিংঅ্যাপ নয়, চোখে চোখে দেখা জরুরি
আপডেটঃ ১১:৫৮ পূর্বাহ্ণ | জুলাই ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
বলিউড অভিনেত্রী সারা আলি খান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।’মেট্রো ইন দিনো’ ছবির প্রচারে সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন নজর কেড়েছে নেটদুনিয়ার। প্রচারে অংশ নিতে গিয়ে ক্যামেরার সামনেই অতিরিক্ত ‘ক্লোজ’ হয়ে পড়ছিলেন সারা ও আদিত্য এমনটাই দাবি করেছেন নেটিজেনদের একাংশ।ফলে গুঞ্জন উঠছে, তাহলে কি পর্দার বাইরেও প্রেমের গল্প শুরু হয়েছে তাঁদের?
তবে এই প্রথম নয়।এর আগেও সারার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বহুবার।কয়েক মাস আগেই তাঁকে দেখা গিয়েছিল রাজনীতিক অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে।একাধিকবার একসঙ্গে ঘোরাঘুরির ছবি প্রকাশ্যে আসায় তাদের নিয়েও প্রেমের আলোচনা জমে উঠেছিল।একদিকে আদিত্য, অন্যদিকে অর্জুন নেটিজেনদের প্রশ্ন, কাকে শেষ পর্যন্ত বেছে নিচ্ছেন সাইফ আলি খানের কন্যা? নাকি এসব জল্পনার বাইরে তিনি নিজেই এখনো খুঁজে চলেছেন তাঁর বিশেষ সঙ্গীকে?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন সারা নিজেই।সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, সম্পর্কের ক্ষেত্রে তাঁর পছন্দের মানুষ কেমন হওয়া উচিত? উত্তরে সারা বলেন, “আমি এমন একজন সঙ্গী চাই, যে আমার সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বচ্ছভাবে স্বীকার করবে এবং জনসমক্ষে সেটি মানতে কুণ্ঠাবোধ করবে না।কিন্তু দুঃখজনকভাবে, এমনটা সচরাচর দেখা যায় না।”
তাঁর মতে, সম্পর্ক মানেই সমতা। তিনি বলেন, “আমি মনে করি না, সব সময় ছেলেদেরই রেস্তোরাঁর বিল দিতে হবে। সব কিছু ভাগ করে নেওয়া উচিত।আমি কোথায় যাচ্ছি, কী করছি, সেসব জানতে চাইলেও সমস্যা নেই। তবে যদি আমাকে ট্র্যাকার দিয়ে অনুসরণ করা হয় বা কথায় কথায় প্রমাণ চাইতে শুরু করে, তাহলে সেটা হবে বিরক্তিকর।”
সারার এমন খোলামেলা বক্তব্য নেটিজেনদের নতুন করে কৌতূহলী করে তুলেছে—তাহলে কি তিনি এখনো খুঁজে পাননি তাঁর ‘পারফেক্ট ম্যাচ’? ডেটিংঅ্যাপে কি তাহলে পছন্দের সঙ্গী খোঁজার চেষ্টা করছেন তিনি?
উত্তরে সারা স্পষ্ট জানান, “আমি কখনো কোনো ডেটিংঅ্যাপ ব্যবহার করিনি। অনেকে এই অ্যাপ ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে, একজন মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার অভিজ্ঞতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা না করে কাউকে অনুভব করা বা বিচার করাটা আমার পক্ষে সম্ভব নয়।”
তিনি আরও যোগ করেন, “সবকিছু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও যদি মানুষকে প্রযুক্তির মাধ্যমেই খুঁজতে হয়, সেটি আমার কাছে একঘেয়ে এবং অস্বাভাবিক মনে হয়।”এমন বক্তব্যের পর সারার ভক্তদের মধ্যে জল্পনা থামছে না। আদিত্য রায় কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা কি শুধুই সিনেমার প্রচারের অংশ, নাকি বাস্তবেও কোনো সম্পর্ক গড়ে উঠছে? আর অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে তার সম্পর্কের ভবিষ্যৎই বা কী?
সব প্রশ্নের মাঝেই একটাই কথা পরিষ্কার সারা আলি খান এখনো নিজের মতো করে ভালোবাসার মানুষ খুঁজে চলেছেন, তবে সেটা বাস্তবেই, অ্যাপ নয়।
IPCS News : Dhaka :