“১৪, ১৮, ২৪ মার্কা নির্বাচন হলে জাতি ছাড় দেবে না: ডা. শফিকুর রহমান”
আপডেটঃ ১১:৪০ পূর্বাহ্ণ | জুলাই ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখনো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে ওঠেনি। তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি ও কার্যক্রম চলছে, তাতে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তির আভাস স্পষ্ট।শনিবার এক আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, “এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত ইতোমধ্যে লক্ষ্য করছি। যারা আবার সেই অপকর্মের চিন্তা করছেন, তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও রক্তের বিনিময়ে সেই পরিবর্তনকে সফল করব।”
তিনি আরও বলেন, “এ জাতি কখনো অন্যায়-অবিচারের সঙ্গে আপস করেনি, আমরাও করব না।জনগণের অধিকার, ভোটাধিকার এবং ন্যায়ের জন্য আমরা সবসময় সংগ্রামে আছি, আগামীতেও থাকব।”জামায়াতের আমির সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কেউ মনে করে আবারও একতরফা ভোট আয়োজন করে ক্ষমতায় টিকে থাকা যাবে, তাহলে তারা জনগণের শক্তিকে চরমভাবে অবমূল্যায়ন করছে।এ জাতি কাউকে ছাড় দেয়নি, এবারও দেবে না।”
বক্তব্যে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, বর্তমান পরিস্থিতিতে কমিশনের ভূমিকা বিশ্বাসযোগ্য নয়।একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন এখনও কার্যকর ভূমিকা নিতে পারেনি বলে তার দাবি।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই বক্তব্য আসন্ন নির্বাচনে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বিত অবস্থান এবং প্রতিবাদী অবস্থান গঠনে একটি বড় ইঙ্গিত হতে পারে।বিশেষ করে নির্বাচনী পরিবেশ ও অংশগ্রহণ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এই ধরনের শক্ত বার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে।
তবে সরকারপক্ষ থেকে এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।জনগণের প্রত্যাশা—এইবারের নির্বাচন যেন আর একতরফা বা প্রহসনের না হয়, বরং সত্যিকার অর্থেই জনগণের রায় প্রতিফলিত হয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে করে রাজনৈতিক অস্থিরতার নতুন শঙ্কা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা।
IPCS News : Dhaka :