রাজশাহীত কলেজ ছাত্রীর আত্মহত্যা: প্রেমিক আটক
আপডেটঃ ১২:২৩ অপরাহ্ণ | জুন ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন।২৭ জুন সকালে নগরীর হেতমখাঁ এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।এসময় তার প্রেমিক (নাহিদ)কে আটক করে পুলিশ।নিহত শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায় বলে জানা গেছে।রাজশাহী মেডিকেল কলেজে মিডিয়া মুখপাত্র শংকর বিশ্বাস মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটা ছেলের সঙ্গে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো।তার সঙ্গে হয়ত হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে আত্মহত্যায় উদ্বুদ্ধ করতে পারে।এ বিষয় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জহুর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশনা দিয়েছেন।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ বলেন, প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হওয়ার মত ঘটনার কারনে এমনটা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং নিহতের পরিবার থানায় এসেছে।আটকে প্রেমিক নাহিদ জিজ্ঞাসাবাদে শিকার করেছে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো।
তিনি আরো বলেন, রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।