রাজশাহীতে আড়াইমন গাঁজাসহ আটক ২
আপডেটঃ ১২:১১ অপরাহ্ণ | জুন ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, শুক্রবার ২৭ জুন ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় অভিযান চালিয়ে আড়াইমন গাঁজাসহ দুজনকে আটক করেছে।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিম মিয়া (২৮), সিলেটের জৈন্তাপুর থানার বাসিন্দা এবং ইয়াছিন (২৫), ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা।র্যাব-৫, রাজশাহী এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবাহী একটি ট্রাক আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে প্রায় আড়াইমন( ১০০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেলিম ও ইয়াছিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাবের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।