শনিবার ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় নানান আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | জুন ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- প্লাস্টিক দূষণ আর নয়’এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সচেতনতা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গেল ৫ জুন ঈদের বন্ধ থাকায় প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সনয় এই স্লোগানে সরকারি ভাবে আজ বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র‍্যালি বের হয়।প্রধান সড়ক পর্যন্ত গিয়ে র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অংশ নিয়েছে।এছাড়াও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন বারসিকের আয়োজনে একটি প্লাস্টিক দানব তৈরি করে এটিতে আঘাত করে প্লাস্টিকের দূষণ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির সামনে মেইন সড়কে প্লাস্টিকের তৈরি ওই দানব রেখে প্রতিবাদ করা হয়।

এডিসি মো রাফিকুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কান্তি সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঃ কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

পরে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।