মনোহরদীতে বাইক না পেয়ে কিশোরের আত্মহত্যা: পরিবার ও এলাকায় শোকের ছায়া।
আপডেটঃ ১:০১ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।মাত্র ১৭ বছর বয়সী মো. তানভীর বাইক কিনে না দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।তানভীর, বাইপাস রোড নতুন রাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে।সম্প্রতি সে পরিবারের কাছে একটি মোটরসাইকেলের আবদার করে।পরিবার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিল, তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই গত রবিবার (২৩ জুন) বিকেল তিনটার দিকে তানভীর বিষপান করে।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তানভীরের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো গ্রাম।প্রতিবেশীরা জানিয়েছেন, তানভীর ছিল ভদ্র, শান্ত এবং পরিবারের প্রতি দায়িত্বশীল।এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য, আবেগ নিয়ন্ত্রণ ও পারিবারিক যোগাযোগের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবনার দরকার দেখা দিয়েছে।
কিশোরদের আবেগ ও চাহিদার প্রতি সংবেদনশীল হওয়া, তাদের সঙ্গে নিয়মিত কথা বলা এবং বন্ধুর মতো পাশে থাকা এখন সময়ের দাবি।বিশেষজ্ঞরা মনে করছেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় বরং তা পরিবারকে চিরতরে অনন্ত বেদনায় ডুবিয়ে দেয়।
তানভীরের মৃত্যুর ঘটনাটি যেন সমাজে একটি কঠিন বার্তা দেয়-আমাদের সন্তানদের হৃদয়ের কথা শুনতে হবে, তাদের ছোট চাওয়া–পাওয়ার পেছনে লুকিয়ে থাকা হতাশাকে চিনে নিতে হবে।আমরা যেন সকলে মিলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আরও সচেতন, সহানুভূতিশীল ও যত্নশীল হই।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।