শুক্রবার ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আটপাড়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল:

আপডেটঃ ১২:২৭ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে রোববার বিকাল ৪ টায় নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়৷পরে জিরো পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।সাবেক ছাত্রনেতা মোর্শেদ হাবিব ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ওমর হাসান রুপন, যুবদলের সদস্য সচীব নূর ফরিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোদ্দাসের হোসেন কাইয়ূম, ছাত্রদলের সদস্য সচীব টিটু ভূইয়া।

বিক্ষোভ সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কে উদ্দেশ্য করে বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করবেনা, তাহলে ছাড় দেয়া হবেনা।এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।