খালিয়াজুরীতে পুকুরের পানিতে ডুবে একজনের মৃত্যু
আপডেটঃ ৩:২৫ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরীতে পুকুরে ডুবে সুনু মিয়া (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তবে সুনু মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।আজ বুধবার সকালে উপজেলা সদরের উত্তরহাটি এলাকার একটি পুকুরের পানিতে ভাসামান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।এরআগে মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।সুনু মিয়া খালিয়াজুরী উপজেলা সদরের উত্তরহাটী এলাকার ধলাই মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন সুনু মিয়া।খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি।পরে বুধবার সাকলে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, নিহতের পরিবার, স্বজন ও এলাবাসীর দাবি সুনু মৃগী রোগী ছিলেন।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।