বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পাম বন্ডি: ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল

আপডেটঃ ২:০৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

ওয়াশিংটন, ২২ নভেম্বর ২০২৪: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।বিতর্কের মুখে ম্যাট গেটজ মনোনয়ন প্রত্যাহার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

৫৯ বছর বয়সী পাম বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় তিনি ওষুধ ও অপিওয়েড সংকট মোকাবিলায় কমিশনের সদস্য ছিলেন।ম্যাট গেটজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।এরপর ট্রাম্প পাম বন্ডিকে এই পদে মনোনীত করেন।

বিশ্লেষকদের মতে, সিনেটে বন্ডির মনোনয়ন সহজেই অনুমোদিত হবে।ট্রাম্প প্রশাসনের নীতি গঠনে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডি শপথ নেওয়ার পর দায়িত্ব পালন শুরু করবেন।

IPCS News : Dhaka :